× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাইকারিহারে গ্রেপ্তার করা যাবে না- আইজিপি

ডেস্ক রিপোর্ট

০৫ ডিসেম্বর ২০২৪, ১৩:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ ( ডিসেম্বর) সকালে পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন গণহারে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না।

আইজিপি বলেন, নিরপরাধ মানুষ নিত্য হয়রানির শিকার হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, বিভিন্ন কায়দায় প্রতারণা হচ্ছে। গত ৫ আগস্ট সরকার পতনের ঘটনা ঘিরে এসব অরাজকতা হচ্ছে। পাইকারিহারে গ্রেপ্তার করা যাবে না। যারা গণহত্যায় জড়িত না তাদের গ্রেপ্তার করা হবে না।

বাহারুল আলম বলেছেন, নিরপরাধ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। কাউকে মামলার আসামি করা হলে তাকে ধাওয়া করে গ্রেপ্তার না করে সুশৃঙ্খল ভাবে গ্রেপ্তারকাজ সম্পাদন করতে হবে। যদি আসামিপক্ষ থেকে কোনোরুপ বাঁধা আসে সেক্ষেত্রে ভিন্ন কথা।

পুলিশবাহিনীর কতজন সদস্য জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণহত্যায় জড়িত এ প্রশ্ন করা হলে আইজিপি বলেন, এই মুহূর্তে সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে অতি শিঘ্রই তাদের চিহ্নিত করে তাদের সংখ্যা নিশ্চিত করে তাদের বিচারের আওতায় আনা হবে। গণহত্যায় জড়িত না থাকার পরেও অনেক নিরপরাধ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। সে ব্যাপারটাও দেখতে হবে।

তিনি আরও বলেন, ‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার'।

আইজিপি বাহারুল ইসলাম এদিন উল্লেখ করেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে।

 

 

 

 

 

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.